Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে যমজ দুই স্কুলছাত্রী হতাহত

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকের দু’স্কুল ছাত্রী যমজ বোন নানা বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে বলে জানা গেছে। গত সোমবার রাতে জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর-কলকলি সড়কের খাসিলা মজিদপুর গ্রামের মধ্যবর্তী মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী-বিশারদপুর গ্রামের মনু মিয়া দু’মেয়ের মধ্যে ১৩ বছরের মাদরাসা ছাত্রী পারভীন বেগম (১৩) ও সুলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ফাহমিদা বেগম (৯) ঘটনার দিন সকাল ১১টায় জগন্নাথপুরের খাসিলা মজিদপুর গ্রামে তাদের নানার বাড়ি যাচ্ছিল। খাসিলা মজিদপুর মসজিদ মার্কেটের পাশে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাবার সময় দু’বোনকে পেছন থেকে গাড়ি এসে চাপা দিয়ে চলে যায়। লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার রাতেই ফাহমিদা বেগমের মৃত্যু ঘটে। এখন পারভীন বেগম মৃত্যুর সাথে লড়ছে। গতকাল মঙ্গলবার ময়না তদন্ত শেষে ঝিগলী বিশারদপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতক

৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ