নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : হুট করে টি-২০ থেকে মাশরাফির অবসর নেয়ার সিদ্ধান্তের অন্তর্নিহিত রহস্য এক এক করে বেরিয়ে আসছে। শ্রীলংকা থেকে দেশে ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফিকে পাশে বসিয়ে রেখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি মাত্র দুইদিন আগে বলেছেনÑ‘আমি একটা কথা বারবারই বলছি, মাশরাফি কিন্তু টি-টোয়েন্টি এখনও ছাড়েনি। আমরা এখন পর্যন্ত মাশরাফিকে বলিনি যে, মাশরাফি টি-টোয়েন্টি স্কোয়াডে নেই। ও শুধু অধিনায়কত্ব ছেড়েছে। আমাদের তিনটা ফরম্যাটে তিনজন অধিনায়ক। সেটা আমি অনেক আগেই বলেছি। ও যদি ফিট থাকে খেলবে। যদি বলে খেলতে না চায়, কিন্তু আমাদের দরকার হয়, তাহলে কি ছেড়ে দিব?’ বিসিবি সভাপতির এই বক্তব্যে কিন্তু মাশরাফির টি-টোয়েন্টিকে বিদায় জানানোর রহস্য উন্মোচিত হয়নি। তবে শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অধিনায়কত্বে মাশরাফির প্রয়োজন ফুরিয়ে গেছে বলে নড়াইল এক্সপ্রেসকে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট, গতকাল তা স্পষ্ঠ হয়েছে টিম ম্যানেজার এবং বিসিবি পরিচালক খালেদ মেহমুদ সুজনের কথায় ‘ তাকে আমরা অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা বলেছিলাম। বোর্ডের সিদ্ধান্ত ছিল যে ও (মাশরাফি) অধিনায়ক থাকবে না, যদি সিলেক্ট হয় তবে খেলবে, আর যদি না হয়, তাহলে খেলবে না।’ যদি কোন চলমান সিরিজে অধিনায়ককে এমন কঠোর বার্তা দেয়া হয়, তাহলে খেলা ছেড়ে দেয়াটাই তো উত্তম।
এদিকে বাংলাদেশের সফল টি-২০ অধিনায়ক এই ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ায় সারা দেশজুড়ে যখন ক্ষোভ ছড়িয়ে পড়েছে, মাশরাফিকে ফিরিয়ে আনতে একটার পর একটা মানববন্ধন কর্মসূচি হচ্ছে, প্রধানমন্ত্রী নিজেও মাশরাফিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন তখন টি-টোয়েন্টিতে মাশরাফির ফিরে আসার সম্ভাবনা দেখছেন না বিসিবি পরিচালকও টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজন ‘মাশরাফি তো বলেই দিয়েছে যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে। এটা ওর সিদ্ধান্ত। এরপরে আমার মনে হয় না আর কোন নেগোসিয়েশন হয়েছে। একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ও আর খেলবে না, তার পর সে ফিরে আসবে, আমার মনে হয় না সেই ছেলে মাশরাফি। আমি যেটুকু দেখেছি, আমার মনে হয় মাশরাফি প্রচন্ড স্ট্রং ক্যারেক্টার।’
তবে ওয়ানডে ক্রিকেটে সামনে বাংলাদেশের ব্যস্তসূচির কারনেই মাশরাফিকে একদিবসীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে লম্বা সময় দেখতে চান দল নির্বাচনের অংশ হওয়া সুজন ‘ ওয়ানডেতে এখনো ও থাকবে, নিয়মিতই থাকবে এবং অধিনায়কত্ব করবে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিবে, যেভাবে সবসময় দিয়ে এসেছে।’
শ্রীলংকান কোচ হাতুরুসিংহের প্রেসক্রিপশনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ড যাত্রা করছে। এ খবর পুরোনো। তবে নতুন খবর, ইংল্যান্ডে বাংলাদেশের এই কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটারদের পাশাপাশি ক’জনকে যুক্ত করা হচ্ছে। এ তথ্যই দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মেহমুদ সুজন ‘ ইংল্যান্ডে ক্যাম্প যেহেতু হচ্ছে, সেহেতু কিছু বেশি প্লেয়ার আমরা নিতে পারি। যখন আমরা আয়ারল্যান্ডে যাবো সেখান থেকে কিছু প্লেয়ার পাঠিয়ে দিতে হবে। যারা দলে নির্বাচিত হবে, তারা শুধু থাকবে। তবে তা নির্ভর করছে দল নির্বাচনের উপর।’
অতিরিক্ত ক্রিকেটার নিয়ে ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করা হলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আকর্ষন আরো হারাবে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে আইপিএলে বাংলাদেশের ২ ত্রিকেটার সাকিব এবং মুস্তাফিজুরকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ক্যাম্পে বাধ্যতামূলকভাবে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ‘ সাকিব ৩ মে পর্যন্ত খেলবে আইপিএল। মুস্তাফিজও যদি চায়, সেই সময় পর্যন্ত অনুমতি না পাওয়ার কারণ নেই। ক্যাম্পে থাকলে ভালো হতো অবশ্যই। তবে যেহেতু ওরা দুজন খেলার মধ্যেই থাকবে, ক্যাম্পে থাকা খুব জরুরিও নয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।