Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় নাট্যশালায় ক্রীতদাসের হাসি

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কথাশিল্পী শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে ‘ক্রীতদাসের হাসি’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মঞ্চ ও টিভির জনপ্রিয় অভিনেত্রী হৃদি হক এবং নির্দেশনা দিয়েছেন বিশেষ নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের একঝাঁক শিল্পী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জতীয় নাট্যশালায় মূল মিলনায়তনে আগামী ১১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মি. ক্রীতদাসের হাসি নাকিটির পঞ্চমতম মঞ্চায়ন হবে। নাটকটি নাগরিক নাট্যাঙ্গন এর ২১তম প্রযোজনা। নাটকটি গত ২ জানুয়ারি ২০১৭ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে শওকত ওসমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম মঞ্চায়ন হয়েছিল এবং একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একটি বিশেষ প্রদর্শনী হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ