বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনী ফুলগাজীতে ব্যাটারি চালিত অবৈধ টমটমের বৈধতা দিলেন এক ইউপি চেয়ারম্যান। গতকাল সরেজমিন পরিদর্শনে উপজেলার বাজারে প্রায় শতাধিক টমটম চলতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গত কিছুদিন টমটমপ্রতি ২ হাজার টাকা নিয়ে তার স্বাক্ষরিত নম্বরপ্লেট দেন গাড়িগুলোতে। ফলে ফুলগাজী উপজেলা বাজারে দিনদুপুরে অহরহ চলছে নিষিদ্ধ টমটম। নাম প্রকাশ না করার শর্তে এক টমটম চালক জানান, চেয়ারম্যান গাড়িগুলোর চলাচল নিরাপদ করতে টাকার বিনিময়ে লাইসেন্স দিয়েছেন। উক্ত প্রতিবেদককে টাকার পরিমাণ জানাতে অস্বীকৃতি জানান চালক। এদিকে ফুলগাজী উপজেলা আ’লীগের এক নেতা জানান, টমটমের পেছনে চেয়ারম্যান স্বাক্ষরিত নেমপ্লেট তিনি দেখেছেন। তবে কিসের ভিত্তিতে তিনি এই লাইসেন্স দিয়েছেন তা তার বোধগম্য নয়। জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রথমে লাইসেন্সের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে তিনি টমটম চালকদের কর আদায়ের রসিদ দিয়েছেন বলে জানিয়ে বিষয়টি আরো খোঁজ-খবর নেবেন বলে নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।