নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে হেরে দ্বিতীয় ম্যাচ ৪৫ রানে জিতে স্বাগতিকদের হতভম্ব করেছে বাংলাদেশ গত পরশু। টি-২০ তে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে বিশেষ উপহার দিতে পেরে নিজের কাছেই অন্য এক অনুভূতি লাগছে সাকিবের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে অনুভূতির কথাই জানিয়েছেন ম্যাচ সেরা সাকিব ‘মাশরাফি ভাইকে বিদায় দেয়াটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যদি আমরা জয় দিয়ে বিদায় দিতে পারি তাহলে অবশ্যই ভালো হবে, এটা মাথায় ছিল। তাছাড়া দেশের জার্সি গায়ে যখন খেলছি, তখন সবাই চেষ্টা করছি যার যার সেরা খেলাটা খেলার। আজ (গত পরশু) এটাই হয়েছে।’
শ্রীলংকা সফরের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের নেপথ্যে স্বাধীনভাবে খেলা, এই দর্শনকেই মূল কারণ বলে মনে করছেন তিনি ‘প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচ আমরা অনেক বেশি স্বাধীনভাবে খেলেছি। এটাই ছিল অনেক বেশি ইতিবাচক দিক। টি-২০ এভাবেই খেলতে হয়।’ ৮ ম্যাচ পর টি-২০তে বড় দলের বিপক্ষে জয়টা ছন্দময় ক্রিকেটের পক্ষে কথা বলছে বলে মনে করছেন সাকিব ‘এই পারফরমেন্সে খেলোয়াড়রা ভাবতে পারবে যে, তাদের ছন্দটা ঠিকই আছে। গত ৮টা ম্যাচ আমরা জিতিনি। যেগুলো জিতেছি তাও ছোট দলের সঙ্গে। এর আগে এশিয়া কাপে জিতেছি। কিন্তু তার আগেও আবার ফল ভালো ছিল না। তাই আমাদের জন্য এই ম্যাচটি বড় চ্যালেঞ্জ ছিল। ম্যাচটি জিততে পারা তাই অনেক সন্তুষ্টির ব্যাপার।’
তবে শ্রীলংকাকে হারিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজের মতো টি-২০তে বাংলাদেশ ড্র’র আনন্দ করতে পেরেছে। তার কারণ হিসেবে ৬ষ্ঠ উইকেট জুটিকে বিচ্ছিন্ন করাকেই টার্নিং পয়েন্ট মনে করছেন মাশরাফি। টি-২০ তে নিজের ম্যাচ শেষে সেই সন্তুষ্টির কথাই জানিয়েছেন মাশরাফি ‘ওই সময়ে একটা উইকেট খুব দরকার ছিল। কারণ, তিসারা-কাপগেদারা উইকেটে জমে গিয়েছিল। ওদের বিচ্ছিন্ন করা দরকার ছিল। তিসারার আউটের পরই আমরা জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে যাই।’
এদিকে হোমে তিনটি সিরিজের একটিতেও বাংলাদেশের বিপক্ষে ট্রফি জিততে না পারায় হতাশ ১৯৯৬ এ শ্রীলংকা বিশ্বকাপ জয়ী দলের প্রতিনিধি এবং বর্তমান দলটির ম্যানেজার আশাংকা গুরুসিংহে ‘এই ফল আমাদের জন্য মোটেও আদর্শ নয়। তিন সিরজের সবক’টিই জেতা উচিত ছিল আমাদের। ঘরের মাঠে তিন সিরিজের সব ক’টি ড্র করেছি, এটা মোটেও শোভা পায় না। আমার কাছে ব্যাটিংটাই বেশি হতাশার মনে হয়েছে। উইকেটে কিছুই ছিল না। এটা (প্রেমাদাসা) দেশের অন্যতম সেরা উইকেট। তারপরও কোথাও কোথাও ভুল হয়েছে। আমার পক্ষে এর উত্তর দেয়া কঠিন। প্রথম ৫ ব্যাটসম্যানের জ্বলে ওঠা দরকার ছিল। এখানে রান না করলে সমস্যায় পড়তেই হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।