মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গতকাল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন আট বিদ্রোহী নিহত হয়েছে। দেশে দীর্ঘদিন ধরে চলা মাওবাদী বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। স্থানীয় এক সিনিয়র কর্মকর্তা একথা জানান।
গতকাল ভোরে ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্ত এলাকায় পুলিশ অস্ত্র সজ্জিত মাওবাদী গ্রুপকে লক্ষ্যকরে হামলা চালালে সেখানে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ প্রধান ডি. শ্রাবন কুমার বলেন, ‘এ ঘটনায় আমরা আট মাওবাদীর নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সেখানে এখনো বন্দুকযুদ্ধ চলছে এবং আমরা এখন পর্যন্ত লাশগুলো উদ্ধার করতে পারিনি।’ উল্লেখ্য, সুকমা জেলার কাছেই এ হামলার ঘটনা ঘটে।
গভীর জঙ্গলে বিদ্রোহীরা অবস্থান করছে গোপন সূত্রে এমন খবর পাওয়ার পর ছত্তিশগড় ও তেলেঙ্গানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাজ্যের সীমান্ত অতিক্রম করতে প্রায়ই বিদ্রোহীরা এ পথ ব্যবহার করে থাকে। উল্লেখ্য, ১৯৬০’র দশকে ভারতে মাওবাদী বিচ্ছিন্নতা শুরু হয়। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।