Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে ১০১ সউদি সেনা আটক

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের মাহরিব প্রদেশ থেকে সউদি আরবের ১০১ সেনা সদস্যকে আটক করেছেন আনসারুল্লাহ সমর্থিত সেনারা। স্থানীয় সময় গত সোমবার সকালে এসব সেনা সদস্যকে আটক করা হয়েছে বলে ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে। ইয়েমেনের এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সউদি আরবের ১০১ জন সেনাকে আটক করেছে। মাহরিব শহরে ঢোকার সময় গত সোমবার সকালে ৭১ সেনাকে আটক করা হয়। এর আগের রাতে একই এলাকা থেকে ৩০ সউদি সেনাকে আটক করা হয়েছিলো। এদিকে ইয়েমেনের আরবি ভাষার ওয়েবসাইট আল-মাসিরার বরাত দিয়ে এ খবরটি জানিয়েছে ডেইলি মেইলও। গত রোববার রাতে আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সউদি সেনারা ধরা পড়লে সেখানে সউদি সেনাদের অবস্থান জোরদার করতে আরো সেনা পাঠায় সউদি আরব। এরপর নতুন করে ৭১ জনকে আটক করে ইয়েমেনি যোদ্ধারা। এর আগে সউদি আরব যখন ইয়েমেনে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং পলাতক প্রেসিডেন্ট আবদুর রাব্বু মানসুর হাদির সহায়তায় বেশকিছু এলাকা দখলে নিয়েছে, তখন ইয়েমেনের যোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেনে ১০১ সউদি সেনা আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ