Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে জন্ম নিয়েছে দেড় লক্ষাধিক সিরীয় শিশু

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত। সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে পাড়ি জমিয়েছে অনেক সিরীয়। এর মধ্যে একটি বড় অংশ বসবাস করছে তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে। সেখানে এ পর্যন্ত জন্মগ্রহণ করেছে দেড় লাখেরও বেশি সিরীয় শিশু। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী লুতফি এলভান গত সোমবার এ তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি আঙ্কারার মানবিক সহায়তা করার নজিরের দিকে দৃষ্টিপাত করেন। বার্তা সংস্থা এএফপি জানায়, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী বৈঠকে গত সোমবার বক্তব্য রাখেন এলভান।
সে সময় তিনি বলেন, গত পাঁচ বছর ধরে সিরিয়ায় যুদ্ধাবস্থা চলাকালীন সময়ে যে ব্যাপক আকারের মানবিক সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবেলায় বেশ বড় ধরনের দায়িত্ব পালন করেছে তুরস্ক। এ সময় তিনি কাউন্সিলকে জানান, তুরস্কে জন্ম নেয়া সিরীয় শিশুর সংখ্যা প্রায় ১ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এছাড়াও সিরিয়া সঙ্কটের কারণে প্রায় ২৭ লাখ বাস্তুচ্যুত সিরীয় নাগরিক আশ্রয় দিয়েছে তুরস্ক, যা দেশটির অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সিরিয়ায় যুদ্ধাবস্থার কারণে দেশটির অর্ধেকের বেশি নাগরিক নিজের ভিটে-মাটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে বাধ্য হয়। আঙ্কারা বরাবরই বিশ্বের কাছে এ সঙ্কট সমাধান ও বাস্তুচ্যুত মানুষদের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানিয়ে আসছে। এদিন এলভান আবারো এ আহ্বান করেন। পশ্চিমা দেশগুলোকে এ দুর্দশা ভাগ করে নিতে আহ্বান জানান তিনি। এএফপি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে জন্ম নিয়েছে দেড় লক্ষাধিক সিরীয় শিশু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ