Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সউদি আরবে অস্ত্র রপ্তানি বেড়েছে ৩০০ ভাগ

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে অস্ত্র রপ্তানি আগের চেয়ে শতকরা ২৭৯ ভাগ বেড়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির অস্ত্র ও নিরাপত্তা প্রকল্পের পরিচালক উইলিয়াম হারটাং তার এক গবেষণায় জানিয়েছেন, এসব অস্ত্রের শতকরা ৭৫ ভাগ যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড থেকে সউদি আরবে পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি গণমাধ্যম এ খবর দিয়েছে। উইলিয়াম হারটাং আরো জানান, সউদি আরবকে যেসব অস্ত্র দেয়া হয়েছে তার বেশিরভাগই সেল্স অ্যান্ড মানি ভিত্তিক। এর অর্থ হচ্ছে- মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নীতি সমর্থন করলে সউদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনতে পারবে। যদিও দাবি করা হয় যে, এ অঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য সউদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা হয়। কিন্তু এ দাবির বিরোধিতা করে হারটাং বলেন, ইয়েমেন যুদ্ধ মার্কিন দাবির সঙ্গে একদম সাংঘর্ষিক বরং মার্কিন সামরিক সহায়তা নিয়ে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে রিয়াদ। হারটাং জানান, জর্জ বুশের চেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সউদি আরবে অস্ত্র বিক্রি বেড়েছে শতকরা ৯৬ ভাগ। এছাড়া, ২০১৪ সালে ২,৫০০ সউদি সেনা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর সব রেকর্ড ভেঙে সউদি আরব অস্ত্র খাতে ৮,০০০ কোটি ডলার বিনিয়োগ করছে। এর অংশ হিসেবে ফ্রান্স ও ব্রিটেনের কাছ থেকে এ দেশটি সামরিক বিমান ও অস্ত্রপাতি কেনার জন্য নতুন চুক্তি করেছে। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদি আরবে অস্ত্র রপ্তানি বেড়েছে ৩০০ ভাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ