Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সাময়িক প্যারালাইসিসের কারণ হতে পারে জিকা ভাইরাস

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন একটি গবেষণায় দেখা গেছে, জিকা ভাইরাস থেকে সাময়িক প্যারালাইসিস হতে পারে। ফ্রেঞ্চ পলিনেশিয়াতে গুলিয়ান বার সিনড্রোমের ৪২ টি কেসের উপর গবেষণার পরে বিশেষজ্ঞরা এই কথা জানিয়েছেন। গত বছরের শেষে চিকিৎসকরা জিকা ভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলোতে মস্তিষ্ক সংশ্লিষ্ট গুলিয়ান বার সিনড্রোমের অস্বাভাবিক বৃদ্ধি পর্যবেক্ষণ করেছেন। বিশেষ করে ব্রাজিল, এল সালভাদর এবং ভেনেজুয়েলায় এই বৃদ্ধিটা চোখে পড়ার মতো ছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণ হয়নি যে তারা জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। গুলিয়ান বার সিনড্রোম হলে ব্যক্তি নড়াচড়া করতে পারে না এবং গুরুতর হলেও লাইফ সাপোর্টে যেতে হয়। রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও অবস্থা খারাপ হয়ে যেতে পারে। পলিনেশিয়ায় যে ৪২ জন রোগীর উপর পরীক্ষা করা হচ্ছে তাদের ৩৮ শতাংশকে আইসিইউতে নিতে হয়েছিল। ২৯ শতাংশ রোগীকে নিঃশ্বাস নিতে অক্সিজেন নেবুলাইজার দেয়া হয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাময়িক প্যারালাইসিসের কারণ হতে পারে জিকা ভাইরাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ