Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিক দেবীমূর্তি অপসারণ করতে হবে -বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ যাত্রাবাড়ী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামবিরোধী কর্মকান্ড ও অপসংস্কৃতি বন্ধের দাবিতে মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে মাদরাসাতুল সালমান পূর্ব দোলাইরপাড়ে সম্প্রতি এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, ৯২ শতাংশ মুসলমানের ঈমান- আকিদায় আঘাত করে গুটিকয়েক মূর্তিপূজারী নাস্তিক মুরতাদ এবং পশ্চিমা ইহুদি-খিষ্টানদের খুশি করার জন্য হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তিসহ সারাদেশে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হযরত হাফেজ্জী হুজুর (রহ:) এবং বাইতুল মোকাররম মসজিদের প্রথম খতিব মাওলানা আমীমুল এহসান (রহ:)-এর নামে সড়কে স্থাপিত ফলক মুছে ফেলা, পয়লা বৈশাখে হিন্দু সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা পালনে বাধ্য করা, ইমাম খতিবদের বয়ানের বিষয়ে বিচারিক আদালত কর্তৃক নিয়ন্ত্রণের চিন্তা করা এবং মসজিদের সম্পত্তি অধিগ্রহণ করা, এগুলো সব একই সূত্রে গাঁথা। যা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একের পর এক গভীর ষড়যন্ত্র।
প্রধানমন্ত্রী, আমরা ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ জানতে পেরেছি যে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এমনকি আপনি ঘোষণাও দিয়েছেন কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবেন না। যা ৯২ শতাংশ মুসলমানের দেশে গণতন্ত্রেরও দাবি। এবং আপনি বলেছেন মদিনার সনদে রাষ্ট্র চালাবেন। পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহŸান জানাচ্ছি, অবিলম্বে গ্রিক মূর্তি অপসারণসহ সব অপসংস্কৃতি এবং এ দেশের মানুষের শাস্তি সম্প্রীতি নষ্ট করার গভীর ষড়যন্ত্র বন্ধ করা হোক। অন্যথায় ঈমানের দাবিতে তৌহিদী জনতাকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।
এতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি রুহুল আমীন, মাওলানা হাসান বিন বাশার, মুফতি আব্দুল্লাহ আল ফাহাদ, মাওলানা আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ