Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মামলা তুলে না নিলে বাদীসহ পরিবারের সদস্যদের জবাই করার হুমকি

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নিলে বাদীসহ পরিবারের সদস্যদের জবাই করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির পর বাদী রূপগঞ্জ থানায় নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার কাজিরবাগ এলাকায়।
মামলার বাদী মো. ফরহাদ জানান, গত ২০১৬ সালের জুলাই মাসে কাজিরবাগ এলাকার মাদক ব্যবসায়ী মাসুম, সাইফুল, ফারুক ও সজিবকে মাদক বিক্রিতে বাধা প্রদান করেন শাহিন, ফরহাদসহ কয়েকজন এলাকাবাসী। পরে ওই মাদক ব্যবসায়ীরা বাধা প্রদানকারীদের উপর হামলা করে ফরহাদ, শাহিনসহ এলাকার বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনায় এলাকাবাসীর পক্ষে ফরহাদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়। পরে তারা জামিনে বেরিয়ে আসে। বুধবার সকালে মামলার আসামিরা বাদীর চাচা শাহিনের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। শাহিন গালা-গালির কারণ জিজ্ঞাসা করলে তাদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরহাদ, সাইফুল, ফারুক ও সজিব তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি প্রদান করে। এমনকি মামলা তুলে না নিলে জবাই করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ