Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

মন্দির নিয়ে বিরোধ হাজীগঞ্জে হিন্দুদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ১৪৪ ধারা জারি

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সংঘর্ষের আশঙ্কায় টানা পাঁচ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার বেলা ১টা থেকে পরবর্তী পাঁচদিন মন্দির এলাকার ২০০ গজের মধ্যে এই ধারা বলবৎ থাকবে বলে ইনকিলাবকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মজুমদার। জানা যায়, হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার কমিটি নিয়ে বেশ কয়েক বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের দু’টি অংশের মধ্যে বিবদমান দ্ব›দ্ব চলে আসছে। এ নিয়ে সম্প্রতি সময় বেশ কয়েকবার নিজেদের মধ্যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। কমিটি নিয়ে আদালত মামলা চলমান রয়েছে। সর্বশেষ বুধবার বিকেলে মন্দির প্রাঙ্গণে বাৎসরিক হরিনাম কীর্তন করার জন্য একটি পক্ষ সব প্রস্ততি সম্পন্ন করে। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই হরিনাম কীর্তনের শুরুর দিন আরেকটি পক্ষ মন্দির এলাকায় গিয়ে গিয়ে এতে বাঁধ সাধে। এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে সংঘর্ষের আশঙ্কার দেখা দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মন্দির এলাকায় পুলিশ অবস্থান কবরে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, তাদের নিজেদের মধ্যে আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিলে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ১৪৪ ধারা জারি করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্দির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ