Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে নকল ইলেক্ট্রনিক্স পণ্যের কারখানার সন্ধান আটক ২

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা সিআইডি পুলিশ একটি নকল ইলেট্রনিক্স পণ্য তৈরির কারখানা আবিষ্কার করেছে। কালীগঞ্জের বেরুয়া ও জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয়টি নামী-দামি ব্যান্ডের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ওই নকল পণ্য তৈরির সাথে জড়িত জ্যাকশন মাইকেল রোজারিও (২৭) ও তাপস চন্দ্র দাস (২৭) নামের দুইজনকে আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে সিআইডর গাজীপুর জেলা কাযালয়ে এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জনানো হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, পরিদর্শক মো. আরজু মিয়া, পরিদর্শক মো. শহীদ উল্লাহ, দুলাল চন্দ্র সেন, উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম, সহদেব কুমার সরকার ও আলতাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা সিআইডি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মো. আরজু মিয়া ও শহীদ উল্লাহর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে প্রথমে কালীগঞ্জ উপজেলার বাসাইর জামালপুর বাজার এলাকায় নকল পণ্য (১৮টি স্ট্যাবিলাইজার) আনলোড করার সময় নলছাটা এলাকার মৃত নৃপেন চন্দ্র দাসের ছেলে তাপস চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে বেরুয়া এলাকার মাইকেল রোজারিওর বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি থেকে সিঙ্গার, এলজি, ওয়াল্টন, মারসেল, স্যামসাং ও যমুনা ব্রান্ডের বিপুল পরিমাণ নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার উৎপাদনের কাঁচামাল, খালি কার্টন, স্টিলের বডি কভার, এসি কট, ছকেট, ছোট/বড় সুইচ, ওয়ারিং কাঁটা তার, গ্যারান্টি কার্ড ইত্যাদি মালামাল জব্দ করা হয় এবং বেরুয়া এলাকার জন রোজারিওর ছেলে মাইকেল রোজারিওকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটকরা নকল সরঞ্জাম ও কাঁচামাল বাজার থেকে কিনে ওই বাড়িতে অবস্থান নিয়ে ইলেক্ট্রিনিক্স যন্ত্রাংশ সংযোজন করে বিভিন্ন ব্যান্ডের পণ্য তৈরি ও বাজারজাত করে আসছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ