Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন আজহারুল ইসলাম সভাপতি, ইউসুফ হারুন সাধারণ সম্পাদক

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিএডিসি কৃষিবিদ সমিতির ২০১৭-১৮ মেয়াদে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ কে এম ইউসুফ হারুন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. নূরনবী সরদার সম্প্রতি এই কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। পরিষদের অন্যান্যরা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দে, সহ-সভাপতি রিপন কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান রুবেল, ড. মো. ছাদেক হোসেন, দফতর সম্পাদক রিপন কুমার সিকদার, প্রচার ও সাংগঠনকি সম্পাদক এ এস এম খায়রুল হাসান শামীম, কোষাধ্যক্ষ মো. ওবায়দুল ইসলাম এবং সাহিত্য, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ আহম্মেদ। এছাড়া সদস্য হিসেবে আছেন আশুতোষ লাহিড়ী, ড. মো. রেজাউল করিম, মো. মোজাম্মেল হক, মো. জামিলুর রহমান, এ কে এম নুরুল ইসলাম, মো. মুকসুদ আলম খান মুকুট, মো. আনোয়ার হোসেন, মনিরা রহমান, মো. শওকতুল ইসলাম সুমন, মো. শফিকুল ইসলাম সবুজ এবং ফারজানা আলী। এদিকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা গতকাল মতিঝিলস্থ কৃষি ভবনের মহাব্যবস্থাপক উদ্যানের কক্ষে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিবিদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ