Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না দেয়ায় কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক উপ-পরিচালক খুন ঃ গ্রেফতার ২

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মুগদায় বাড়ি নির্মাণকালে চাঁদা না দেয়ায় কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক উপ-পরিচালক আব্দুস শুক্কুরকে (৬২) খুন করেছে সন্ত্রাসীরা। গত রোববার সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। গত মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য গতকাল বুধবার বিকেলে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলবে। মাস তিনেক আগে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
আব্দুস শুক্কুরের স্ত্রী সেলিনা হোসেন বলেন, মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় ২৯২ নম্বর বাড়ির নির্মাণ কাজ করছিলেন তারা। গত ১৭ এপ্রিল স্থানীয় সন্ত্রাসী মন্টুসহ ১০/১৫ জন চাঁদাবাজ তাদের বাসায় আসে। সন্ত্রাসীরা তার স্বামীকে হুমকি দিয়ে বলে তাদের (সন্ত্রাসী) অনুমতি ছাড়া কীভাবে বাড়ির কাজ ধরেছেন। এ সময় তারা বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তার স্বামী চাঁদা দিয়ে বাড়ি নির্মাণ করবেন না বলে জানান। তিনি এর প্রতিবাদও করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার স্বামীর ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। সেলিনা হোসেন আরও বলেন, সারা জীবনের জমানো টাকা দিয়ে বাড়ি বানাতে গেলে চাঁদা দাবি করা হচ্ছে। স্থানীয় পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়। কিন্তু তারা তেমন কোন উদ্যোগ না নেয়ায় আমার স্বামীকে এভাবে চলে যেতে হলো। তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। নির্মাণাধীন বাড়িটির অবস্থান মান্ডা এলাকার কেন্দ্রস্থলে। এ ঘটনায় পর থেকে বন্ধ রয়েছে বাড়ির নির্মাণ কাজ। নির্মাণ সামগ্রী সবই পড়ে আছে। পরিবারে চলছে শোকের মাতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদা না দেয়ায় কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক উপ-পরিচালক খুন ঃ গ্রেফতার ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ