Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ৭৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৮৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩ কোটি ৬৪ লাখ।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৮৩ কোটি ১৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং ২৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১১৯টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সফার্মা, ব্র্যাক ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, আইডিএলসি, স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলোÑ ফারইস্ট ফাইন্যান্স, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্টাইলক্র্যাফট, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, পিএইচপি মি. ফা. ১, মিথুন নিটিং, লিব্রা ইনফিউশন ও আইসিবি। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ প্রাইম ফার্স্ট আইসিবিএ মি. ফা., জিএসপি ফাইন্যান্স, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, যমুনা ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ফেডারেল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮৬ কোটি ৪৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনদেন বেড়েছে ২১ কোটি ১২ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বিএটিবিসি, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বেক্সফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত এবং লাফার্জ সুরমা সিমেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঊর্ধ্বমুখী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ