Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ফল প্রকাশ

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল (সোমবার) বিকেল ৪টায় এই ফল প্রকাশ করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রকাশিত ফলে পাসের হার ৯৫ দশমিক ২৮ শতাংশ। এই পরীক্ষায় সারাদেশের এক হাজার ৭২৯ টি কলেজের মোট ৬৯১ টি কেন্দ্রে এক লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৬১ হাজার ৫৫ জন।পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info)) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> reg লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে । প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ৩ মে পর্যন্ত অনলাইনে (www.nubd.info) আবেদন করা যাবে। এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, তাদেরকে সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্রের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফরমসহ ডিন স্ণাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্বুল বরাবর আগামী ১৫ মে’র মধ্যে অবশ্যই আবেদন সরাসরি জমা দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ