Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের স্নান শুরু

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : পাপ মোচনের আশায় নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। প্রতিবছর চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের লাখ লাখ পুণ্যার্থী। দুই বছর আগে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যুর পর এবার জঙ্গি হামলা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কিছুটা শঙ্কা থাকলেও সোমবার থেকে শুরু হওয়া স্নানে তার কোনো ধরনের প্রভাব ছিল না। ইতোমধ্যে সেখানে বসেছে মেলা। আয়োজকদের আশা, সোমবার বিকেল থেকে স্নান শুরু হলেও মঙ্গলবার সকালেই মূল ঢল নামবে। এবারও লাখ লাখ পুণ্যার্থী স্নানে যোগ দিবেন আশা করা যাচ্ছে।
হিন্দু ধর্মাবলম্বীদের তিথি অনুযায়ী ৩এপ্রিল বিকেল ৫টা ৪১ মিনিট ৭ সেকেন্ডে মহাষ্টমী স্নানোৎসবের লগ্ন শুরু। লগ্ন ৪ এপ্রিল শেষ হবে মঙ্গলবার বিকাল ৩টা ৩২ মিনিট ২৭ সেকেন্ডে। হিন্দু পুণ্যার্থীদের মতে পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরতকী, ডাব, আ¤্রপল্লব ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশ্যে তর্পণ করে ভক্তরা। ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’ এ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগতের যাবতীয় সঙ্কীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপমুক্তির বাসনায় হিন্দু পুন্যার্থীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করে।
বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদস্য রনজিৎ মোদক জানান, এবার ললিত সাধুর ঘাট, অর্নপূর্ণ ঘাট, রাজ ঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালি ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেম তলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাটে স্নান করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, ‘স্নান উৎসব সুষ্ঠু করতে এবছর লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেখানে ১৩০০ পুলিশ, ৩০০ আনসার ও ২০০ স্বেচ্ছাসেবি নিয়োগ করা হয়েছে। ব্রহ্মপুত্র পারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়োজিত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ