Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিস হামলায় মামলার মুখে বেলজিয়াম

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে গত নভেম্বরের জঙ্গি হামলাকে কেন্দ্র করে মামলার হুমকিতে পড়েছে বেলজিয়াম। বিবিসি জানিয়েছে, জিহাদি তৎপরতার বিষয়টি আমলে না নেয়া এবং নিস্ক্রিয়তার অভিযোগে বেলজিয়াম সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার অঙ্গীকার করেছেন প্যারিসে জঙ্গি হামলায় নিহত এক আইনজীবীর মা। প্যারিসে গতবছর ১৩ নভেম্বর কয়েকটি স্থানে জঙ্গি হামলায় ১৩০ জনের প্রাণ যায়। হামলাকারীদের অধিকাংশই এসেছিল বেলজিয়াম থেকে। নিহত ১৩০ জনের মধ্যে বাতাক্লাঁ কনসার্ট হলে নিহত হয় ৮৭ জন। তাদের একজন হচ্ছেন সন্ত্রাস-বিরোধী আইনজীবী ভ্যালন্ত রিবে(২৬)। রিবে বান্ধবী ইভাও ওই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন। রিবের মা নাদিন রিবে-রেহাঁতের বিশ্বাস, সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। তিনি বলেন, একে নিস্ক্রিয়তা বলে। এই ধরনের নিষ্ক্রিয়তার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনাগত শিশুরা আর কোনোদিনই পৃথিবীর আলো দেখবে না। প্যারিসে হামলার বেশিরভাগ পরিকল্পনাই বেলজিয়ামে হয়েছে বলে ধারণা করা হয়। তাছাড়া, ১৩ নভেম্বরে হামলাকারীরা ফ্রান্সে যাওয়ার আগে তাদের ব্যবহৃত তিনটি গোপন আস্তানাও গত সপ্তাহে খুঁজে পেয়েছে বলে জানিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ। হামলাকারীরা বেশিরভাগই ছিল বেলজিয়াম-মরোক্কো বংশোদ্ভূত এবং ব্রাসেলসের মোলেনবিক এলাকার। প্যারিসে হামলার সন্দেহভাজন মূল হোতা আব্দেলহামিদ আবাউদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় বড় হয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারিস হামলায় মামলার মুখে বেলজিয়াম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ