নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মুস্তাফিজুর, মেহেদী হাসান মিরাজের সঙ্গে খেলেছেন সাইফ উদ্দিন। গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তৃতীয় করার পেছনে মিরাজ, শান্তদের পাশে রেখেছেন অবদান এই পেস অল রাউন্ডার। এক সঙ্গে খেলে যারা এখন জাতীয় দলে হয়ে উঠেছেন অপরিহার্য, তাদেরকে কাছে পাবার আনন্দটাই অন্যরকম এক অনুভূতির। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ টি-২০ স্কোয়াডের চমক সাইফউদ্দিন গতকাল ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে সেই অনুভূতিই করেছেন প্রকাশ ‘নির্বাচক সুমন ভাই এবং কোচ বাবুল স্যার যখন আমাকে বললেন তুমি জাতীয় দলে ডাক পেয়েছ, তখন অনেক ভাল লেগেছে। মুস্তাফিজ, মিরাজের সঙ্গে খেলেছি, তারা এখন জাতীয় দলের হয়ে দারুণ খেলছে। আমাকেও ভাল খেলতে হবে। মাশরাফি ভাই, সাকিব ভাইকে দেখে বড় হয়েছি। এখন ওনাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারব। এটা আমার জন্য অনেক কিছু।’
ইমার্জিং কাপে সর্বশেষ ২ ম্যাচে করেছেন পারফর্ম, কক্সবাজার, চট্টগ্রামের ওই পারফরমেন্সেই পড়েছে ডাক। দলে একজন পেস অল রাউন্ডারই যেনো এতোদিন খুঁজেছে বাংলাদেশ টীম ম্যানেজমেন্ট। আবুল হাসান রাজু, জিয়াউর রহমান, ফরহাদ রেজা যে প্রত্যাশা পূরণ করতে পারেননি, সে প্রত্যাশা সাইফউদ্দিনকে দিয়ে পূরণ করতে পারবে দল, এ সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মেহমুদ সুজন ‘সাইফ উদ্দিন বয়সে তরুণ। ভবিষ্যতে সিমিং অলরাউন্ডার আমাদের খুব প্রয়োজন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও অনেক সিরিজ আছে। ২০১৯ বিশ্বকাপ আছে। এমন একজন খেলোয়াড় প্রয়োজন ছিল। তাছাড়া সে অনেক পরিপক্ব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।