Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ামিতে কন্তের ইতিহাস

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন জোয়ানা কন্তে। ফাইনালে কন্তে ৬-৪ ও ৬-৩ গেমে হারান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর তারকা ওজনিয়াকিকে। জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডেও ডেনমার্কের এই খেলোয়াড়কে হারিয়েছিলেন কন্তে। প্রথম ব্রিটিশ নারী হিসেবে প্রতিযোগিতাটির ফাইনাল খেলা এই তারকার ক্যারিয়ারে এটা সবচেয়ে বড় অর্জন। ১৯৭৭ সালে ভার্জিনিয়া ওয়েডের উইম্বল্ডন জয়ের পর এটা সম্ভবত কোনো ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড়েরই বড় অর্জন।
মায়ামির সাফল্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতিও হচ্ছে ১৩ বছর বয়সে যুক্তরাজ্য ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো এই তারকা। একাদশ স্থান থেকে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে আসবেন তিনি। চলতি বছর কন্তের এটা দ্বিতীয় শিরোপা। জানুয়ারিতে সিডনি ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে এই ব্রিটিশ তারকার উন্নতি চোখে পড়ার মতো। ২০১৫ সালের জুনে তার র‌্যাঙ্কিং ছিল ১৪৬। ২৫ বছর বয়সী কনটার লক্ষ্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা এবং গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা, ‘আমি সব সময় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে চেয়েছি। বিশ্বের সেরা হতে চেয়েছি। আমার মনে হয় না, এটা ছাড়া জয়গুলো মধুর হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ামি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ