Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট যোদ্ধাগোষ্ঠী তাদের সদস্য জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আইএস গোষ্ঠীর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এক খবরে জানিয়েছে, সিরিয়ায় আইএস-র শক্তিশালী ঘাঁটি রাকা’য় এক ড্রোন হামলায় জিহাদি জনের মৃত্যু হয়েছে। আইএস যে বন্দীদের শিরñেদ করতো সেগুলোর ভিডিওচিত্রে জনকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে। ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ ‘জিহাদি জন’ এর মৃত্যুর খবর জানিয়ে তার জন্য একটি ওবিচুয়ারি বা শোকসংবাদ প্রকাশ করা হয়েছে। এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রও দাবি করেছিল যে, যৌক্তিকভাবে তারা নিশ্চিত যে ড্রোন হামলায় রাকায় জিহাদি জন নিহত হয়েছে। দাবিক বলছে, জিহাদি জন বা মোহাম্মদ এমাওয়াজি যে গাড়িতে ছিল সেটিকে লক্ষ্য করে যখন ড্রোন হামলা করা হয় তখন গত ১২ নভেম্বরে সে নিহত হয়।
২০১৪ সালে ইসলামিক স্টেটের এক ভিডিওতে মুখোশ পরা অবস্থায় তাকে প্রথম দেখা যায়। সেই ভিডিওটি ছিল মার্কিন সাংবাদিক জেমস ফলেয-এর শিরñেদ করার দৃশ্য। এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন স্টলফ, ডেভিড হেইনজসহ আরো বেশ কয়েকজনকে শিরñেদ করার ভিডিওতে জিহাদি জনকে দেখা যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ