পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৩১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৩ কোটি ৮ লাখ ৮৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ ও মুনাফা ঘোষণাকে কেন্দ্র করে গত দুই মাস ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সিটি ব্যাংকের শেয়ারদর। দুই মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ৩০ শতাংশ বাড়ার পাশাপাশি বেড়েছে এর শেয়ার হাতবদলের চিত্রও। গেল সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ১৯৩ কোটি ৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। ডিএসইতে সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সায় সিটি ব্যাংকের শেয়ার হাতবদল হয়।
১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮৭৫ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ও অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। রিজার্ভ ১ হাজার ৫১৬ কোটি ২৩ লাখ টাকা। বর্তমানে ব্যাংকের ৩০ দশমিক ৯১ শতাংশ শেয়ার তাদের উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৮ দশমিক ৮৭, বিদেশী ৮ দশমিক ৭৪ ও বাকি ৪১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এদিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির ২ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ২০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৩ লাখ ২৯ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ১০ লাখ ৬১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑ বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। Ñওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।