Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবস কাপ স্কোয়াশ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রায় তিনশতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস কাপ স্কোয়াশ টুর্নামেন্ট। প্রিমিয়ার, এ-বিভাগ, বি-বিভাগ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১১ মোট পাঁচ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। প্রিমিয়ার বিভাগে দেশের সেরা চার স্কোয়াশ খেলোয়াড়ের সঙ্গে অংশ নেবেন নেপালের দুই সেরা জাতীয় খেলোয়াড়। অন্য ক্যাটাগরিতে অবশ্য বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নেই। এ-বিভাগে ২০ জন, বি-বিভাগে ৫৪ জন, অনুর্ধ্ব-১৭ বিভাগে পাঁচ জন ও অনুর্ধ্ব-১১ তে ছয় জন অংশ নিচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনীর স্কোয়াশ কমপ্লেক্স ও গুলশান স্কোয়াশ  কোর্টে চলবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্বাধীনতা কাপ স্কোয়াশের খেলা।
এ উপলক্ষ্যে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্কোয়াশ ও র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি এরশাদুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পিআরও মোহাম্মদ সামি উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের খেলা শেষ হবে ৮ মার্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা দিবস কাপ স্কোয়াশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ