Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরে অভিনয়ে ব্যস্ত মোশাররফ করিম

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বেশ কয়েক দিন মালয়েশিয়ায় কাটিয়ে স¤প্রতি দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। সেখানে একসঙ্গে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। মোশাররফ জানান, মালয়েশিয়ায় একটানা শুটিং করেছেন ৭ পর্বের দুটি, একটি এক ঘণ্টা ও একটি ধারাবাহিক নাটকের। এর মধ্যে রয়েছে আসাদুজ্জামান সোহাগের রচনা ও রিপন মিয়ার পরিচালনায় থার্ড পারসন, বি প্রীতমের রচনায় ও পরিচালনায় ম্যানপাওয়ার, ইমরাউল রাফাতের পরিচালনায় বেঙ্গল সমিতি এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক রূপালি প্রান্তর। এদিকে মালয়েশিয়া থেকে ফিরেই মোশাররফ অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সব চরিত্র কাল্পনিক নয় নামে একটি নাটকে অভিনয় করেছেন। গল্প লিখেছেন গৌতম ব্যানার্জি। চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। একজন নির্মাতা ও অভিনেতার মাঝে শৈল্পিক দ্বন্ধ নিয়ে নাটকটির গল্প। মোশাররফ করিম বলেন, একটি দারুণ গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। চিত্রনাট্যও খুই সুন্দরভাবে করা হয়েছে। এ ধরনের গল্প সাধারণত এখন খুঁজে পাওয়া যায় না। কাজটি করে বেশ উপভোগ করছি। এটি পরিচালনা করেছেন ফজলুল সেলিম। এতে আরও অভিনয় করছেন শামীম জামান, জুঁই প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ