Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার চরিত্রে মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০২ এএম

বিগত কয়েক বছর ধরে ঈদে প্রচার হচ্ছে মোশাররফ করিম অভিনীত নাটক যমজ। ইতোমধ্যে নাটকটির ১৩টি সিক্যুয়াল প্রচার হয়েছে। নাটকটির প্রথম পর্বে মোশাররফ করিম অভিনয় করেন দ্বৈত চরিত্রে। এরপর অভিনয় করেন একইসঙ্গে তিনটি চরিত্রে। এবারের ঈদে এই নাটকে একইসঙ্গে চারটি চরিত্রে দেখা যাবে তাকে। মোশাররফ করিম বলেন, নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে। এর জন্য সবসময় আলাদা করে সময় রাখি। এর গল্প ও চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। এবার চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। আশা করছি, নাটকটি দর্শকের আরো ভাল লাগবে। কচি খন্দকারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। পরিচালক বলেন, করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এর কোনও সিক্যুয়াল। আগের নাটকগুলোতে বাবা, ভাই ও নিজ এই তিন চরিত্রে হাজির হয়েছেন মোশাররফ। নাটকটি ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে আরটিভিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ