Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবপাচারবিরোধী ক্যাম্পেইনে মোশাররফ করিম ও তিশা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

টিকটক সুপারস্টার বানানো, পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে মানবপাচার করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। খেলাধুলা, বাইরে যাতায়াত, সামাজিক কার্যক্রমও নেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি সময় ব্যয় করছি আমরা। এই সুযোগটাই নিচ্ছে মানব পাচারকারীরা। কথাগুলো বললেন, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মানবপাচারবিরোধী ডিজিটাল ক্যাম্পেইনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গত ৩০ জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২১ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি মানবপাচার রোধে ক্যাম্পেইনের অংশ হিসেবে কথাগুলো বলেন। অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশাও এতে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ফেসবুক পেজে এই ভিডিও বার্তা প্রচার করা হয়। মানবপাচারের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে মোশাররফ করিম বলেন, পাচারের শিকার ব্যক্তিরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। আর্থিক ঋণ, জোরপূর্বক বিয়ে, এবং দাসত্বের বেড়াজালে আটকা পড়েন। তা ছাড়া মৃত্যুর ঘটনাও ঘটছে। টিকটক, হোয়াটঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ-তরুণীদের টার্গেট করছে পাচারকারীরা। চাকরির প্রলোভন দেখিয়ে, প্রেমের ফাঁদে ফেলে পাচার করছে আপনার আমার আপনজনদের। নুসরাত ইমরোজ তিশা বলেন, চাইলেই আমরা মানবপাচারের ঝুঁকি এড়িয়ে নিরাপদে বিদেশ যেতে পারি। তিনি আহবান জানিয়ে বলেন, নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গিয়ে রেজিস্ট্রেশন করুন। প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বাড়ান। বিদেশ যাওয়া চূড়ান্ত হলে পাসপোর্ট, ভিসা, কাজের চুক্তিপত্রসহ সকল কাগজপত্র যাচাই করুন। তিনি বলেন, বিদেশে যাওয়ার অনেক অনিয়মিত পথ থাকলেও সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। নিয়ম মেনে বিদেশ গেলেই কেবল অভিবাসন নিরাপদ এবং সফল হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম ও তিশা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ