পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান সম্বলিত ১৫ দফার আম্মান ডিক্লারেশন-এর মধ্য দিয়ে শেষ হলো আরব লিগের ২৮তম বার্ষিক সম্মেলন। জোটভুক্ত ২২ দেশের মধ্যে উপস্থিত ১৬টির শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মতির ভিত্তিতে সম্মেলন শেষে এ ডিক্লারেশন ঘোষণা করা হয়। ১৫ দফার ঘোষণায় মূলত সিরিয়া, ইরাক ও ফিলিস্তিন ইস্যুকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। সন্ত্রাসবাদ দমন ও এ অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সিরিয়ায় শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসনে জোটভুক্ত দেশগুলো একযোগে কাজ করবে বলে জানিয়েছে। এছাড়া সিরিয়ার শরণার্থীদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। ইরাকের স্থিতিশীলতা ও ভৌগোলিক অখন্ডতা আরব বিশ্বের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন আঞ্চলিক নেতারা। তাই দেশটি থেকে ইসলামিক স্টেটসহ (আইএস) সব জঙ্গি হটাতে সহায়তা দেবে জোটভুক্ত দেশগুলো। মসুল পুনরুদ্ধার অভিযানে সমর্থন দেয়া হবে। এছাড়া স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্রভিত্তিক নীতি বাস্তবায়নের মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন বিদ্যমান বিরোধ নিরসনে নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন আরব নেতারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক মহলের কাছে দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থা এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। ইসরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মনে করছে আরবভুক্ত দেশগুলোর জোট। অপর এক খবরে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে আরব রাষ্ট্রগুলোর শীর্ষ ফোরাম আরব লীগ। সেই সঙ্গে স্থবির হয়ে পড়া ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা আবারো শুরুর আহ্বান জানিয়েছেন আরব নেতারা। সম্মেলনের আয়োজক দেশ জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, ইসরাইলের পাশেই ফিলিস্তিন রাষ্ট্র আরব-ইসরাইল শান্তি চুক্তির আলোকেই হতে হবে। তিনি বলেন, ইসরাইল বসতি নির্মাণ অব্যাহত রেখেছে এবং শান্তিপ্রক্রিয়া ভেঙ্গে পড়ছে। এই অঞ্চলে কোনো শান্তি বা স্থিতিশীলতা দুই রাষ্ট্র সমাধান ছাড়া সম্ভব নয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ২০০৯ সাল থেকে ইসরাইল সরকার বসতি নির্মাণ জোরদার ও জমি দখলের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়া বিনষ্ট করছে। সম্মেলনে আরব নেতারা ইসরাইলের আহ্বানে সাড়া দিয়ে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে তা জেরুজালেমে স্থাপন না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আনাদোলু, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।