Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেজরিকে কালি ছুড়ে তরুণীর কারাদন্ড

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কালি ছুড়ে মারার দায়ে ভাবনা অরোরা নামের এক তরুণীকে ১৪ দিনের কারাদ- দিয়েছেন ভারতের একটি আদালত। গত রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে কেজরিওয়ালকে কালি ছুড়ে মারেন ওই তরুণী। ভিন্ন দিনে দিল্লিতে জোড়-বেজোড় সংখ্যার যানবাহন চলাচলের নির্দেশ যথাযথভাবে পালন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে যানবাহন চলাচলে ওই নিয়ন্ত্রণ আদেশ জারি করা হয়েছিল।
দিল্লির পুলিশ বলেছে, অরোরার কালি ছুড়ে মারার ওই ঘটনা গণতন্ত্রের ওপর হামলার শামিল। সম্প্রতি রাজনীতিবিদরা প্রায়ই কালি কিংবা জুতা নিক্ষেপের মতো ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তাই এবার সময় হয়েছে, যারা এ ধরনের পথ অবলম্বন করে, তাদের শিক্ষা দেয়ার। এটা কালির বদলে অ্যাসিডও হতে পারতো এবং এ কারণে তার কঠিন সাজা হওয়া প্রয়োজন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেজরিকে কালি ছুড়ে তরুণীর কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ