Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি বাড়ি পেলেন চাঁদপুরের ৫৮ মুক্তিযোদ্ধা

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর জেলার ৫৮ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা সরকারি বাড়ি বরাদ্দ পেয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সরকার চাঁদপুর জেলার ৫৮ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার মধ্যে এ বরাদ্দ দেয়। এর মধ্যে চাঁদপুর সদরে ৭ জন, হাইমচর উপজেলায় ২ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ১০ জন, ফরিদগঞ্জে ১২ জন, মতলব দক্ষিণে ৬ জন, শাহরাস্তিতে ৮ জন ও হাজীগঞ্জ উপজেলায় ৯ জন। প্রতিটি বাড়ির জন্য ব্যয় হয়েছে ৯ লাখ ১৪ হাজার টাকা। ৫ শত বর্গফুটের এ বাড়ির মধ্যে রয়েছে ২টি বেডরুম, ডাইনিং রুম, কিচেন রুম, ১টি গরুর শেড, মুরগি পালনের ঘর এবং টিউবওয়েল। বাড়ি পেয়ে মুক্তিযোদ্ধারা খুবই খুশি। কথা হয় বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমানের সাথে। তিনি জানান, প্রতিটি বাড়ি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এতে আধুনিক জীবন যাপনের সব সুযোগ-সুবিধা রয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অসহায়-অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি বানিয়ে দিয়েছেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ