মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘রাদ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে ভূমিতে ও সমুদ্রে নিক্ষেপ করা যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খুবই জটিল। শুধুমাত্র বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষা করা ‘রাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করায় নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে পারবে। আরও জানানো হয়, ‘রাদ’ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে এবং শত্রুর রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। কলকাতা টোয়েন্টি ফোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।