Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করলেন রুনা লায়লা ও আঁখি আলমগীর

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও আঁখি আলমগীর। গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের পেডার রোডে লতার বাড়ি প্রভুকুঞ্জে গিয়ে তার সঙ্গে দেখা করেন তারা। সেখানে তারা লতার সঙ্গে আড়াই ঘণ্টা সময় কাটান। এ সময় তারা লতার সঙ্গে আড্ডা ও গল্পে মেতে উঠেন। আড্ডা শেষে রুনাকে একটি শাড়ি, নিজের আত্মজীবনী, ভাগ্নীর লেখা বই এবং নিজের গানের সিডি উপহার দেন লতা। রুনা লায়লা তাকে একটি জামদানি শাড়ি উপহার দেন। আঁখিকেও বই আর নিজের গানের সিডি উপহার দিয়েছেন লতা। তারা একসঙ্গে বেশকিছু ছবিও তুলেছেন। রুনা লায়লা জানিয়েছেন, লতা মুঙ্গেশকর একজন জীবন্ত কিংবদন্তী। তার সঙ্গে দেখা করতে পারা আমার কাছে বরাবরই অনেক সম্মানের ব্যাপার। এবার তার বাসায় আড়াই ঘণ্টা ছিলাম। লতার সাথে দেখা করতে পেরে আঁখি আলমগীর খুবই উচ্ছ¡সিত। তিনি তার ফেসবুকে লিখেন, অবশেষে দেবীর সঙ্গে দেখা হলো। এক ও অদ্বিতীয় লতা মঙ্গেশকরকে ছুঁয়ে দেখলাম। তার সঙ্গে আড্ডা দিলাম, আশীর্বাদ নিলাম। হাসিখুশি সময় কেটেছে। আনন্দে চোখে জলও এসেছে। এখনো একটা ঘোরের মধ্যে আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ