Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশের সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় মুসা আহাম্মেদ সরকার নামে এক বিকাশ গ্রাহকের তিন লক্ষ আটান্ন্ হাজার পাঁচশত টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার শিকার বিকাশ এজেন্টের মালিক মুসা আহম্মেদ সরকার সোমবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন। মুসা আহম্মেদ সরকার রংপুর জেলার গঙ্গাচড়া থানার ছোটরুপাইর এলাকার মৃত হোসেন সরকারের ছেলে। তিনি পল্লীবিদ্যুত এলাকায় দবির সরকারের বাড়িতে ভাড়া থাকেন।
অভিযোগে জানা যায়, উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় সরকার বাড়ি মসজিদ মার্কেট এলাকায় বিকাশ এজেন্টের দোকান দিয়ে মুসা আহম্মেদ সরকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। গত ২২-০৩-১৭ইং দুপুর দুইটার সময় মুসার ব্যবহৃত মোবাইল (০১৯১৬৫৫৭২০৩ বিকাশ এজেন্ট নাম্বার) নাম্বারে অজ্ঞাত এক ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৮২৮৭৪৮৯৩৪ থেকে বিকাশ অফিস থেকে বলছি বলে ফোন দেয়। এ সময় সে বিভিন্ন কোম্পানির কিছু উপদেশমূলক কথাবার্তা ও দিকনির্দেশনা দিয়ে মুসার মোবাইল থেকে বিভিন্ন নাম্বার চাপতে বলে। ওই প্রতারকের কথা বিশ্বাস করে সরল মনে বিভিন্ন নাম্বার চাপা হয়। পরে মুসা তার বিকাশ একাউন্টএর ব্যালেন্স চেক করে দেখে তার একাউন্টের মোট তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা নেই। অজ্ঞাত নামা ব্যক্তি প্রতারণার মাধ্যমে সব টাকা নিয়ে নেয়। মুসা স্থানীয় বিকাশ অফিসে গিয়ে বিষয়টি অবহিত হয়। ওই প্রতারক ২৫টি নাম্বারে বিকাশ ব্যবসায়ী মুসার টাকা হাতিয়ে নিয়েছে।
মুসা আহম্মেদ সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওই প্রতারকের কথায় বিশ্বাস করেছি ফলে আমার একাউন্টের মোট তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা ওই ব্যক্তি নিয়ে গেছে। আমি নিস্ব হয়ে গেছি। আমার মতো কেউ যেন প্রতারণার শিকার না হয় তাদের সর্তক হতে অনুরোধ করছি।
কালিয়াকৈর থানার ডিওটি অফিসার এস আই মেনহাজ উদ্দিন অভিযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ