Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার কাউন্সিলের প্রশংসাপত্র পেলেন শেখ সিরাজুল ইসলাম

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি) সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামকে প্রশংসাপত্র প্রদান করেছে সংস্থাটি। গত কয়েক বছর শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বিএলডি’র ‘এডিটর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের রায় নিয়ে বিএলডি প্রকাশিত হয়। এর আগে সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. শিরীন শারমিন চৌধুরীসহ প্রখ্যাত আইনজ্ঞরা বিএলডি সম্পাদনা করেছেন। বিশিষ্ট আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম আইন পেশায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সর্বমহলে সমাদৃত। শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের দেউলভোগ গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু একজন অর্থনীতিবিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার কাউন্সিলের প্রশংসাপত্র পেলেন শেখ সিরাজুল ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ