Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে পদক প্রাপ্তিতে ডা. আব্দুল্লাহকে সংবর্ধনা

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ একুশে পদক ২০১৬ পাওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগ। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের ১৭তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. হুমায়ুন সাত্তার, রিউমাটোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মিনহাজ রহিমান চৌধুরী, এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবুল হাসানাত, ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, চর্ম ও যৌনব্যাধি বিভাগের প্রফেসর ডা. এএসএম জাকারিয়া স্বপন, রেসপাইরেটরি মেডিসিন উইং প্রধান প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে পদক প্রাপ্তিতে ডা. আব্দুল্লাহকে সংবর্ধনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ