Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস যোদ্ধাদের বেতন কমিয়ে অর্ধেক

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলার মধ্যেই যোদ্ধাদের বেতন কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের জিহাদি গোষ্ঠী আইএস। যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার অধিকৃত অঞ্চলে আইএস-এর ‘রাজধানী’ রাকায় ইসলামিক স্টেটের কথিক কোষাগার ‘বায়াত মাল আল-মুসলিমিন’ থেকে মাসখানেক আগে জারি করা এক আদেশে বেতন কমিয়ে দেয়ার বিষয়টি জানা যায়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট গত বছরের অক্টোবর থেকে ওই এলাকায় অপারেশন ‘টাইডাল ওয়েব টু’ নামে বিমান হামলা চালিয়ে আসছে, আইএস নিয়ন্ত্রিত তেলক্ষেত্র, রসদ সরবরাহের লাইন এবং কোষাগার যার লক্ষ্য। সেপ্টেম্বরের শেষ থেকে রাশিয়াও আইএসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আলাদাভাবে অভিযান চালিয়ে আসছে। ইনডিপেনডেন্ট লিখেছে, এই অভিযানে কাজ হচ্ছে বলেই আইএস-এর বেতন কমানোর নথি থেকে ধারণা পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক আয়মেন জাওয়াদ আল-তামিমি আরবি ভাষার ওই নথি ইন্ডিপেন্ডেন্টকে তর্জমা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই নথিতে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরানের আলোকে ‘সম্পদের জিহাদ ও আত্মার জিহাদ’ নিয়ে আলোচনা করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস যোদ্ধাদের বেতন কমিয়ে অর্ধেক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ