Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালিয়ায় বোমায় ৩০ জন নিহত

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার বাইদাও শহরের একটি ব্যস্ত জংশন ও রেস্টুরেন্টের কাছে বিদ্রোহীগোষ্ঠী আল শাবাবের বোমা হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ ও বিদ্রোহীগোষ্ঠীটির সূত্রে এই তথ্য জানা গেছে। আল শাবাব গোষ্ঠী প্রায়ই পশ্চিমাসমর্থিত সরকারের পতনের লক্ষ্যে অস্থিতিশীলতা তৈরি করতে দেশটির রাজধানীতে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। গোষ্ঠীটি হর্ন অব আফ্রিকার এই দেশটিতে কঠোর ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। রাজধানী মোগাদিসু থেকে ১৫২ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাইদাও শহর থেকে পুলিশের মেজর বাইলো নূর বলেন, রেস্টুরেন্ট ও জংশনটি তখন খুবই ব্যস্ত ছিল। পুলিশ কর্নেল আবদি ওসমান বলেন, নিহতের সংখ্যা ৩০ এবং আহত হয়েছেন ৪০ জন। হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেকের দেহ পাওয়া গেছে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আর রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত দ্বিতীয় বোমাটি সম্ভবত পেতে রাখা হয়েছিল কিংবা আত্মঘাতী হামলা হতে পারে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়ায় বোমায় ৩০ জন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ