বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি চন্দ্র রায় মদ্যপান অবস্থায় কোমলমতি শিশুদের পাঠদান ও প্রতিষ্ঠানের লোক দ্বারা স্কুলের ড্রেস নিয়ে বাণিজ্য করছে। এলাকাবাসীর অভিযোগ মদ্যপান অবস্থায় পাঠদান ও স্কুলের ড্রেস বাধ্যতামূলক করে প্রতিষ্ঠানের লোক দিয়ে বাণিজ্য করছে। এরে প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে তথ্য সংগ্রহের জন্য গেলে বামুনিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি চন্দ্র রায় মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক ময়নুল হককে অশ্লীল ভাষায় গালি-গালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। উল্লেখ্য যে, প্রতি ড্রেস বাধ্যতামূলকভাবে ২শত ২০ টাকা করে বিক্রি করছে এবং তিনি গত বছরের সিøপের চল্লিশ হাজার টাকা লুটপাট করেন। এ বিষয়ে ডোমার উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মÐলের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান কোনো শিক্ষক যদি মদ্যপান অবস্থায় স্কুলে আসে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্কুল ড্রেস বাধ্যতামূলক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোনো স্কুলে ড্রেস বাধ্যতামূলক নয়। এরপর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাকিবুল হাসান সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, আমি রংপুরের ট্রেনিংএ আছি পরে কথা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।