বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন) রংপুর ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় গতকাল (সোমবার)। পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণ না করে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় অভিযোগে মেসার্স বগুড়া দধি মিষ্টান্ন ভান্ডার, এনআর প্লাজা, কুড়িগ্রামকে ৭ হাজার টাকা এবং মেসার্স পাবনা প্লাস দধি মিষ্টান্ন ভান্ডারকে সাত হাজার টাকা করে মোট চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক ও ইয়াসির আরাফাত। এ আদালতকে সহায়তা করেন বিএসটিআই, রংপুর অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বিএসটিআই রংপুর অফিসের সহকারী পরিচালক (মেট) মফিজ উদ্দীন আহমাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, উল্লেখিত প্রতিষ্ঠান দুটিকে তাদের বাজারজাতকৃত ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় বিএসটিআই’র এরূপ অভিযান আরও জোরদার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।