বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম পৌরশহরের জিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় অপর একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৪ মে) ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চিলমারী থেকে নাগেশ্বরী-গামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককের পাশে থাকা আলম মিয়া নামের এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই হেলপার নিহত হন। ঘাতক ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছেন।
সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।