Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাকাশে দ্বিতীয় স্টেশন স্থাপন করবে চীন

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কক্ষপথে দ্বিতীয় মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে চীন। মহাকাশ বিজ্ঞানীসহ স্টেশনটি চলতি বছরের যেকোনো সময় স্থাপন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় চায়না মেনড স্পেস এজেন্সি জানায়, তিয়ানগঙ ২ স্পেস ল্যাব নামে মহাকাশ স্টেশনটি চলতি বছরের জুনের পর যেকোনো সময় যাত্রা শুরু করবে। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হবে শেনজু ১১ মহাকাশযান। এরপর আগামী বছর তিয়ানজু ১ কার্গো শিপ তিয়ানগঙ ২-এর সঙ্গে যুক্ত হবে, যা জ্বালানি ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে। ২০১১ সালে প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগঙ ১ পাঠায় চীন। ২০২২ সাল নাগাদ কক্ষপথে স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া চলতি বছর মহাকাশে অন্তত ২০টি মিশনেরও পরিকল্পনা রয়েছে মহাকাশ গবেষণায় উদীয়মান শক্তির দেশটির। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাকাশে দ্বিতীয় স্টেশন স্থাপন করবে চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ