মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগান শান্তি প্রক্রিয়ায় তালিবানের শীর্ষ পর্যায়ের ১০ নেতার উপস্থিতি চেয়ে পাকিস্তানকে একটি তালিকা দিয়েছে কাবুল। এ কথা জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। তারা বলেছেন, আফগান সরকার এবং তালিবানের মধ্যে সরাসরি আলোচনায় এসব নেতার উপস্থিতির প্রয়োজন রয়েছে। এ মসের প্রথম সপ্তাহের মধ্যে আফগান সরকার এবং তালিবানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। গত মাসের ২৩ তারিখে চারপক্ষীয় সমন্বয় গোষ্ঠী বা কিউসিজি’র পদস্থ কর্মকর্তারা এ মাসের প্রথম সপ্তাহে বৈঠকে বসার জন্য তালিবানের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে কিউসিজি গঠিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা বলেছেন, তালিকায় তালিবানের যে ১০ নেতার নাম দেয়া হয়েছে তারা খুবই প্রভাবশালী এবং তারা আলোচনায় অংশ নিলে তাতে শান্তি প্রক্রিয়া জোরদার হবে। হাক্কানি নেটওয়ার্কসহ অন্যান্য তালিবান গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছেন এ ১০ নেতা। এসব নেতাকে আলোচনার টেবিলে উপস্থিত করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তান। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান কর্মকর্তা বলেন, তালিবানের ওপর এসব নেতার প্রভাবের বিষয় জানার জন্য কাবুল সরকারকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।