Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে পরমাণু অস্ত্রবিরোধী সমাবেশ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের প্রস্তাবিত ট্রিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবস্থাপনা নবায়নের বিরুদ্ধে গত শনিবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে হাজার হাজার লোক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে। সমর্থকেরা বলছে, এটি এ প্রজন্মের সবচেয়ে বড়ো বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন বিরোধী লেবার দলীয় নেতা জেরেমি করবিন। তিনি ১৬ বছর বয়স থেকে ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসার্মেন্ট (সিএনডি)’র সদস্য। তিনি বলেন, পরমাণু যুদ্ধ বাধলে উভয়পক্ষ গণধ্বংসের শিকার হবে। সুতরাং প্রত্যেককে এর মানবিক প্রভাব সম্পর্কে ভাবতে হবে। ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সমাবেশে যোগ দেয়। সিএনডি দাবি করছে এ সংখ্যা ৬০ হাজার। তবে পুলিশের পক্ষ থেকে কোন সংখ্যা জানানো হয়নি। 

চলতি বছরের শেষ দিকে পুরনো সাবমেরিনের জায়গায় নতুন সাবমেরিন যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ সাবমেরিন ট্রিডেন্ট ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এতে খরচ পড়বে ৪ হাজার ৩শ’ কোটি ডলার। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দলের পক্ষে যুক্তি দিয়ে বলছে, ব্রিটেনের নিরাপত্তার জন্যে এটা প্রয়োজন। তবে বিরোধী লেবার দলের মধ্যে এ নিয়ে মতভিন্নতা আছে। করবিনের মতো বামপন্থীরা এটির বাতিল দাবি করলেও মধ্যপন্থীরা এর পক্ষে রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডনে পরমাণু অস্ত্রবিরোধী সমাবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ