মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কায়রোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত হেইম কোরেনকে নৈশভোজের দাওয়াত দেয়ায় সংসদে হামলার শিকার হয়েছেন তাওফিক ওকাশা নামে মিশরের এক এমপি। গত রোববার সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রতিবাদী সদস্যরা সংসদ থেকে ওকাশার বহিষ্কার দাবি করেন। এর মধ্যে এক সংসদ সদস্য বিতর্কিত এ সংসদ সদস্যের দিকে জুতো ছুড়ে মারেন। এমপি ওকাশা একজন টেলিভিশন উপস্থাপক এবং আগে থেকেই নানা বিতর্কিত কর্মকা-ের জন্য পরিচিত। গত বুধবার তিনি ইসরাইলের রাষ্ট্রদূত হেইম কোরেনকে তার বাড়িতে দাওয়াত দেন এবং নৈশভোজের অনুষ্ঠান টেলিভিশনে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেন। ইসরাইলের রাষ্ট্রদূত তার দাওয়াতের কথা নিশ্চিত করে বলেছেন, তিনি এবং দূতাবাসকর্মীরা গত বুধবার সন্ধ্যায় ওকাশার বাড়িতে তিন ঘণ্টার নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেন। ইসরাইলি রাষ্ট্রদূত জানান, ওকাশা আমাকে দাওয়াত দিয়ে পানি, কৃষি ও শিক্ষাখাতে সহযোগিতার জন্য প্রস্তাব দিয়েছেন এবং মিশরে কয়েকটি ইসরাইলি প্রশিক্ষণ স্কুল খোলার আহ্বান জানিয়েছেন। ওই অনুষ্ঠানে ওকাশা বলেছেন, এজন্য তাকে হয়তো হামলার শিকার হতে হবে এবং তাকে বিচারের মুখোমুখ হতে হবে। ওকাশাকাকে নিজের বাসভবনে দাওয়াত দেবেন বলেও ইসরাইলি রাষ্ট্রদূত নিশ্চিত করেন।
ইসরাইলি রাষ্ট্রদূতকে নৈশভোজ দাওয়াত দেয়ার ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মিশরের বেশিরভাগ সংসদ সদস্য এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে একশ’র বেশি সংসদ সদস্য একটি বিবৃতিতে সই করেছেন। পাশাপাশি ওকাশার ওই দাওয়াত অনুষ্ঠানের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। আলজাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।