Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য বেলকো এক্সপেরিমেন্ট

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গ্রেগ ম্যাকলিন পরিচালিত হরর ফিল্ম ‘দ্য বেলকো এক্সপেরিমেন্ট’। ‘উল্ফ ক্রিক’ (২০০৫), ‘রোগ’ (২০০৭) ‘উল্ফ ক্রিক টু’ (২০১৩) এবং ‘দ্য ডার্কনেস’ (২০১৬) ম্যাকলিন পরিচালিত চলচ্চিত্র; তিনি ‘উল্ফ ক্রিক থ্রি’ চলচ্চিত্রটিও পরিচালনা করবেন।
বেলকো ইন্ডাস্ট্রিজ কলোম্বিয়ার বোগোটাতে প্রতিষ্ঠিত এক রহস্যময় প্রতিষ্ঠানের কর্মীরাও জানে না এদের ব্যবসায়ের প্রকৃতি। কলোম্বিয়ান ছাড়াও এর কর্পোরেট অফিসের ৮০জনের মত বিদেশি চাকরি করে। মাইক মিল্চ (জন গ্যালাহার জুনিয়র) তাদেরই একজন। তার প্রেমিকা লিয়েন্ড্রা (অ্যাড্রিয়া আরিয়োনা) এবং বস ব্যারিসহ (টোনি গোল্ডউইন) সবাই এতে এক বছরের কিছু বেশি সময় ধরে চাকরি করছে। ডেনি (মেলোনি ডিয়াজ) নামে নতুন এক কর্মী জানায় অপহরণ প্রতিরোধের জন্য বেলকোর সব কর্মীর খুলির নিচে একটি ট্র্যাকিং ডিভাইস বসান আছে। এক কর্ম দিবসে স্থানীয় কর্মীরা যখন অফিস ছেড়ে চলে গেছে অফিসের স্পিকার থেকে এক রহস্যময় কণ্ঠ জানায় ৮০ জন থেকে অন্তত ২ জনকে বেছে খুন করতে হবে নয়তো তাদের মধ্য থেকে ছয়জনকে খুন করা হবে। বিষয়টি পাত্তা না দেয়ার পর দুজন মাথা বিস্ফোরিত হয়ে নিহত হয়। সবাই ধারণা করে স্নাইপার রাইফেলের গুলিতে তাদের হত্যা করা হয়েছে। মাইক জানায় মাথার সেই ট্র্যাকিং ডিভাইসে স্থাপিত বিস্ফোরক দিয়ে তাদের হত্যা করা হয়েছে। এর পর নির্দেশ আসে ৮০ জনের ৩০ জনকে তাদের নিজেদের হত্যা করতে হবে নয়তো ৬০ জনকে হত্যা করা হবে। সেই রহস্যময় কণ্ঠ জানায় এটি একটি সামাজিক গবেষণার অংশ, যার লক্ষ্য হল চরম পরিস্থিতিতে মানুষ কী করতে পারে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এদিকে আগেই তাদের সেই দালানটি ছেড়ে বের হবার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে এছাড়া বাইরের দুনিয়ার সঙ্গে তাদের যোগাযোগ করারও কোনও পথ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক্সপেরিমেন্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ