Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসাধারণ সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

এক স্মার্ট সুদর্শন তরুণ এ শহরের রাস্তায় হাঁটাহাঁটি করছেন। খুব বিপদে পড়েছেন তিনি। তার মানিব্যাগ হারিয়ে গেছে। যাকে সামনে পাচ্ছে তার কাছেই কিছু টাকা সাহায্য চাইছে। কিছু টাকা পেলেই বাসায় ফিরতে পারেন তিনি। অবাক করা বিষয় হচ্ছে, বেছে বেছে তিনি সাহায্য চাইছেন একেবারেই দিন এনে দিন খাওয়া কিছু মানুষের কাছে। তাদের কারোই নিশ্চিত কোন রোজগার নেই। কিন্তু তবুও তারা যে যার সামর্থ্য মতো দাঁড়িয়েছেন তার পাশে। একজন মানুষের বিপদে যে যার সামর্থ মতো সাহায্যর হাতবাড়িয়ে দিচ্ছেন কোন সংশয় ছাড়াই। ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’ শিরোনামে সিঙ্গাপুর ভিত্তিক লাইফ স্টাইল কো¤পানী বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মিত এই সোস্যাল এক্সপেরিমেন্টাল মানবিক ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। সমাজের বিত্তবান মানুষ দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে এবং আসবে এটাই সমাজের চেনা চিত্র। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল মানুষও যে সামর্থের মধ্যে মানুষকে সহযোগিতা করার মানসিকতা বুকের ভেতরে লালন করে এবং চেনাঅচেনা যেকোনো মানুষের বিপদে সাধ্যের সবটুকু দিয়ে পাশে দাঁড়ায় তাই এই ভিডিওতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। লাফজ-এর রিয়েল পিপল.. রিয়েল স্টোরি শিরোনামের ভিডিও চিত্রে সত্যিকারের মানুষগুলো নিজের পকেট শূন্য করে একজনের বিপদে পাশে দাঁড়ানোর যে মানবিকতা দেখিয়েছে তা মুগ্ধ করেছে সব শ্রেণির দর্শককে। ভিডিও টি নেট দুনিয়ায় দারুন আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই কয়েক হাজার মানুষ শেয়ার করেছেন। অগনিত নেটিজেন লাইক, কমেন্ট করেছেন। কমেন্টসে জানিয়েছেন, এই বড় মনের মানুষদের কে শ্রদ্ধা, সালাম। এধরনের সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিওর জন্য লাফজকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। তাদের কেউ কেউ প্রতি সপ্তাহে এধরনের একটি করে নতুন সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও দেখার দাবি জানিয়ছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসাধারণ সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ