Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় দত্ত উচ্চবিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করল প্যানেল মেয়রের ছেলে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা ভাঙচুর

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নেত্রকোনা জেলা শহরের সবচেয়ে পুরোনো ঐতিহ্যবাহী পিদ্যাপীঠ দত্ত উচ্চবিদ্যালয়ে বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে অফিস কক্ষে হামলা চালিয়ে শিক্ষক কর্মচারীদের মারধর ও আসবাবপত্র ভাঙচুর করেছে। বখাটেদের হামলায় শিক্ষক কর্মচারীসহ ৪ জন আহত হয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে। আহতরা হলেন, শিক্ষক মাহবুবুর রহমান পলাশ, সিনিয়র অফিস সহকারী শরীফ উদ্দিন খান পাঠান, পিয়ন মিনা বেগম ও বেদেনা আক্তার।
স্কুলের সিনিয়র অফিস সহকারী আহত শরীফ উদ্দিন খান পাঠানসহ আহত শিক্ষক ও কর্মচারীরা বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল শনিবারও বিদ্যালয় ছুটির সময় স্কুলের গেইটে মেয়েদের নিরাপদে প্রবেশ এবং বের হয়ে যাওয়ার ব্যাপারে শিক্ষক ও স্কুলের কর্মচারীরা নিজেরা দাঁড়িয়ে থেকে ইভটিজারদের তাড়িয়ে দেন। এ সময় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখের ছেলে ঊর্ধ্ব শেখ তার বন্ধুদেরকে নিয়ে গেইটের সামনে অযথা দাঁড়িয়ে থেকে ইভটিজিং করতে নিষেধ এবং তাদেরকে সেখান থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করলে ঊর্ধ্ব শেখ স্কুলের শিক্ষক কর্মচারীদের দেখে নেয়ার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই সে তার দলবল নিয়ে স্কুলে অনধিকার প্রবেশ করে অফিস কক্ষে হামলা চালিয়ে শিক্ষক কর্মচারীদেরকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছেলে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ