Inqilab Logo

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজস্ব আহরণে ঘাটতি ১৬ কোটি টাকা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আয় হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী এ সময়ে রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে ১৬ কোটি টাকার বেশি। ভোমরা স্থলবন্দরের রাজস্ব শাখার উপাত্ত থেকে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম আট মাসের জন্য ৪৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিপরীতে জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রাজস্ব আয় হয়েছে প্রায় ৪৩৯ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে জুলাইয়ে ২১ কোটি ৩১ লাখ ৩৪ হাজার, আগস্টে ২৯ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার, সেপ্টেম্বরে ২৫ কোটি ৬ লাখ ৩০ হাজার, অক্টোবরে ৫৪ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার, নভেম্বরে ৭৩ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার, ডিসেম্বরে ৬৮ কোটি ৫৬ লাখ, জানুয়ারিতে ৮৫ কোটি ৭ লাখ ও ফেব্রুয়ারিতে ৮১ কোটি ১৩ লাখ টাকার রাজস্ব আহরণ হয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের বিভাগীয় সহকারী কাস্টমস কমিশনার মো. আবদুল কাইয়ুম জানান, অর্থবছরের প্রথম আট মাসে এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় না হলেও বছর শেষে মোট রাজস্বের আকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, পুরো অর্থবছরের জন্য ভোমরা স্থলবন্দর থেকে ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়শনের সভাপতি কাজী দিলওয়ার নওশাদ রাজু জানান, বন্দরে ব্যবসায়ীরা অল-আইটেম পণ্য আমদানির সুযোগ পেলে রাজস্ব আহরণ অনেকাংশে বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজস্ব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ