Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কানাডার পার্লামেন্টে ইসলামোফোবিয়া বিরোধী প্রস্তাব পাস

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডার আইনপ্রণেতারা হাউজ অব কমন্সে ইসলামোফোবিয়া বা ইসলাম নিয়ে অহেতুক ভয় বা ঘৃণা’র বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে। এতে করে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের রাস্তা উন্মুক্ত করলো দেশটি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের জোরালো উৎসাহ নিয়ে প্রস্তাবটি পাস হয়। খবরে বলা হয়, প্রস্তাবটি সহজেই পাস হয়েছে। প্রস্তাবে ‘ঘৃণা ও ভয়ের ক্রমবর্ধমান পরিবেশ দমনের প্রয়োজনীতায় স্বীকৃতি দেয়া’ এবং ‘ইসলামোফোবিয়া ও সকল ধরনের নিয়মতান্ত্রিক বৈষম্য ও ধর্মীয় বৈষম্যকে নিন্দা জানানোর’ আহ্বান জানানো হয় সরকারের প্রতি।

খবরে আরও বলা হয়, জানুয়ারি মাসে কুইবেকের একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৬ জন মুসলিম নিহত হন। এরপর থেকে সকল ধরনের ধর্মীয় বৈষম্যের প্রকাশ্যে নিন্দা করার জন্য ট্রুডো সরকারের ওপর চাপ সৃষ্টি হয়। সা¤প্রতিক মাসগুলোতে কানাডাজুড়ে বিভিন্ন শহরে একাধিক মসজিদ ও সিনেগগে ভাংচুর, ধংসকান্ড চালানোর ঘটনা ঘটেছে।
কমন্সে উত্থাপিত ইসলামোফোবিরা বিরোধী নন-বাইন্ডিং প্রস্তাবটিতে ট্রুডোর লিবারেল পার্টি ও বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির প্রায় সকল ডেপুটি সমর্থন দেন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা।
প্রস্তাবটি পাস হওয়ায় সরকার এ ইস্যু কীভাবে মোকাবেলা করতে পারে সে বিষয়ে গবেষণা শুরুর দায়িত্ব দেয়া হয়েছে সংসদসীয় একটি কমিটিকে। গবেষণার প্রেক্ষিতে সুপারিশ দাখিল করার জন্য নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ‘ইসলামোফোবিয়াসহ নিয়মতান্ত্রিক বৈষম্য ও ধর্মীয় বৈষম্য কমাতে বা নির্মূল করতে কীভাবে সরকারের পদক্ষেপ বা করণীয় নিরূপন করা যায়’- তা গবেষণায় খতিয়ে দেখা উচিত।
প্রস্তাবটি উত্থাপন করেন টরোন্টো উপশহর মিসিসাউগার ডেপুটি ইকরা খালিদ। ওদিকে প্রস্তাবটি নিয়ে বিভক্ত জনমত দেখা গেছে। বৃহস্পতিবার প্রকাশিত অ্যাঙ্গাস রিড ইন্সটিটিউট প্রকাশিত এক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ব্যক্তিদের ৪২ শতাংশ এর বিরুদ্ধে ভোট দিতেন। আর এতে সমর্থন দিতেন ২৯ শতাংশ। বাকিরা কোন অভিমত দেননি। সূত্র : এএফপি।



 

Show all comments
  • Abir ২৬ মার্চ, ২০১৭, ১১:৩২ এএম says : 0
    many many thanks to them
    Total Reply(0) Reply
  • Kamrul Hassan ২৬ মার্চ, ২০১৭, ৮:১৭ পিএম says : 0
    WOW Congratulation !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ